ফরিদপুরের ভাঙ্গায় নির্মাণাধীন ভবনের লিফটের জন্য তৈরি করা গর্তে পড়ে ৮ বছরের শিশুর মৃত্যু হয়েছে।
ভাঙ্গা পৌরসভার ভাঙ্গা টাউন এলাকায় রোববার দুপুরে এ দুর্ঘটনা হয়। ভবনটি আকরাম হোসেন নামে স্থানীয় এক ব্যক্তির।
নিহত ৮ বছরের মো. আব্বাস ভাঙ্গার চান্দ্রা ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে।
পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পান্না মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আব্বাস তার খালা তাছলি বেগমের সঙ্গে ওই ভবনের পাশে আরেকটি ভবনে গিয়েছিল। তাছলি সেখানে গৃহকর্মীর কাজ করেন। দুপুরের দিকে আব্বাস খেলতে বের হয়। খেলার সময় সে ওই ভবনে যায়। অসাবধানতায় সে লিফটের জন্য তৈরি করা গর্তে পড়ে যায়।
চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।