ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে হাত-পা হারিয়েছেন এক যুবক। স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, দৌঁড়ে ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনার শিকার হন হারিছ মিয়া নামে ওই যুবক।
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে রোববার বিকেলে এই দুর্ঘটনা হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আহত হারিছের বাড়ি ময়মনসিংহের নান্দাইলে। কুমিল্লায় তিনি দিনমজুরি করেন। ঈদের ছুটি কাটিয়ে তিনি কর্মস্থলে ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, আখাউড়া স্টেশন থেকে দুপুর সোয়া ২টার দিকে ছেড়ে যাচ্ছিল চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস। এ সময় হারিছ মিয়া ট্রেনের লোকোমোটিভে (ইঞ্জিনে) দৌঁড়ে উঠতে গিয়ে কাটা পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অবস্থার অবনতি হলে পাঠানো হয় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে।
জেনারেল হাসপাতালের চিকিৎসক ফায়জুর রহমান ফয়েজ জানান, হারিছের অবস্থা আশঙ্কাজনক। তার দুই পা ও বাম হাত কাটা পড়েছে। তাকে ঢাকায় রেফার করা হয়েছে।