খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেককে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হচ্ছে । এখানে কয়েক দিন চিকিৎসা শেষে তাকে নেয়া হবে ব্যাংককে।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে মেয়রকে নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা হয়। এ সময় মেয়রের সঙ্গে ছিলেন তার স্ত্রী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার।
উপমন্ত্রী হাবিবুন নাহার নিউজবাংলাকে বলেন, ‘মেয়রকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে। এখানে তিনি দুই থেকে তিন দিন চিকিৎসা নেবেন।’
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে আমরা তাকে আরও উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু ঠিক থাকলে দু-তিন দিন পর আমরা তাকে ব্যাংককে নিয়ে যাব।’
এর আগে মেয়র হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শনিবার বেলা ১১টার দিকে খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের রেসিডেন্সিয়াল মেডিক্যাল অফিসার (আরএমও) প্রকাশ চন্দ্র নিউজবাংলাকে বলেন, ‘তীব্র জ্বর নিয়ে মেয়র হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন তিনি সেন্সলেস অবস্থায় ছিলেন। এ ছাড়া তার শরীরে জ্বরের মাত্রা ছিল ১০৬ ডিগ্রি ও ডায়াবেটিসের মাত্রা ছিল ২১ দশমিক শূন্য।
‘আগে থেকে তিনি হার্ট ডিজিজ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী ছিলেন। এ ছাড়া গত বছর তার প্রোস্টেট গ্লান্ডে অপারেশন হয়েছিল। এখন তার কিডনিতেও সমস্যা দেখা যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘মূলত মেয়রের এই চারটি মেজর রোগ রয়েছে। তাকে চিকিৎসার জন্য আমরা মেডিক্যাল বোর্ড গঠন করেছিলাম। সেখানে হাসপাতালের প্রত্যেক ইউনিটের একজন করে চিকিৎসক ছিলেন। ওই মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধায়নে তাকে আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছিল।
‘তাকে খুলনা থেকে নেয়ার আগে কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন। আজ দুপুরে তার জ্বর ছিল ১০২ ডিগ্রি ফারেনহাইট ও ডায়াবেটিসের মাত্রা ছিল ১৩ দশমিক শূন্য।’
আরএমও বলেন, ‘মেয়রকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে মূলত পরিবারের ইচ্ছায়। মেডিক্যাল বোর্ডের সঙ্গে পরিবারের সদস্যরা আলোচনা করেই তাকে ঢাকায় নেয়া হচ্ছে।’