বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পানির ট্যাংক পরিষ্কারে নেমে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  •    
  • ৮ মে, ২০২২ ১৬:৩০

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘বাড্ডায় পানির হাউসে কাজ করার সময় এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে হয়ে আসলে ঢাকা মেডিক্যালের চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে বাড্ডা থানাকে জানানো হয়েছে।’

রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় পানির টাংক পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনাটি ঘটে রোববার দুপুর ১২টার দিকে।

মৃত যুবকের নাম আলামিন। তার বয়স ২৫ বছর।

তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার বাঘবাড়ী গ্রামের বাসিন্দা। বর্তমানে বনানী টিঅ্যান্ডটি কড়াইল বস্তির জামাই বাজার এলাকায় সপরিবারে থাকতেন।

আলামিনের সহকর্মী মোহাম্মদ ইয়াসিন বলেন, ‘রোববার দুপুর ১২টার দিকে আলামিন, সুমন ও আমি বাড্ডা গুদারাঘাট রোডের ৬ ও ১২ নম্বর একটি বাসায় পানির ট্যাংকে নেমে দেয়াল ব্রাশ করছিলাম। এ সময় আলামিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্যাংকের পানিতে পড়ে যায়।

‘পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে বেলা ২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘বাড্ডায় পানির হাউসে কাজ করার সময় এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে হয়ে আসলে ঢাকা মেডিক্যালের চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে বাড্ডা থানাকে জানানো হয়েছে।’

এ বিভাগের আরো খবর