নরসিংদীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর ওই লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল শুরু হয়েছে।
রোবাবার বেলা ২টার দিকে বন্ধ হওয়া লাইনটি চালু হয়েছে।
এর আগে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনটি সকাল সাড়ে ৮টার দিকে রায়পুরার শ্রীনিধি রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে চান্দেরকান্দি এলাকায় লাইনচ্যুত হয়।
এর পর থেকে দুপুর পর্যন্ত বিকল্প লাইন দিয়েই ট্রেন চলাচল করছিল।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন নরসিংদীর সিনিয়র স্টেশন মাস্টার এ টি এম মুছা।এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, ট্রেনটির নিরাপত্তার জন্য রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নেয়। এখন ওই লাইনে রেল চলাচল স্বাভাবিক রয়েছে। শ্রীনিধি রেলস্টেশনের কর্মীদের বরাতে এ টি এম মুছা বলেন, ‘ট্রেনটি ১ নম্বর লাইন থেকে ২ নম্বর লাইনে যাওয়ার সময় ইঞ্জিনের পেছনের বগির সামনের সারির দুটি চাকা লাইনচ্যুত হয়।
‘তাৎক্ষণিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। খবর পেয়ে বেলা পৌনে ১১টায় আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন পৌঁছে কাজ শুরু করে। পরে বেলা ২টার দিকে উদ্ধারকাজ শেষে দুটি লাইনেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’