ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের সদর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মো.বাদশা মোল্লা নামে এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
উপজেলার মুলজানে রোববার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাদশা মোল্লা ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নকর্মী ছিলেন।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার।
তিনি জানান, দুপুরে ঢাকাগামী সেলফি পরিবহনের একটি বাসের সঙ্গে পাটুরিয়াগামী জননী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাদশা মোল্লা নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে। এ ছাড়া গুরুতর আহত ৫জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ‘দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপাররা পালিয়ে গেলেও বাস দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’