মানিকগঞ্জের ঘিওরে স্ত্রী ও দুই মেয়েকে জবাই করে হত্যার অভিযোগে মামলা হয়েছে।
ঘিওর থানায় রোববার দুপুর ১২টার দিকে আসাদুজ্জামান রুবেলকে আসামি করে মামলা করেন তার শ্বশুর মো. শাহাজুদ্দিন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দীন আহমেদ বিপ্লব নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার ভোর রাতে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের আঙ্গারপাড়ায় বসতঘর থেকে লাভলী আক্তার এবং তার দুই মেয়ে ১৬ বছর বয়সী ছোয়া আক্তার ও ১২ বছর বয়সী কথা আক্তারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
এরপর সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে প্যারামেডিক রুবেলকে আটক করা হয়।
ওসি বলেন, ‘মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লাভলীর বাবা হত্যা মামলা করেছেন। মামলায় রুবেলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’