বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বেড়াতে বেরিয়ে নিখোঁজ ৪ কিশোরী

  •    
  • ৮ মে, ২০২২ ১২:৩৬

এক কিশোরীর দাদি আকলিমা বেগম বলেন, ‘ঈদের পর বেড়াতে যাওয়ার জন্য তারা বের হয়েছিল। এরপর আর কোনো হদিস পাইনি। কোথায় গেছে বা কেউ নিয়ে গেছে কি না তা জানি না। চরম উৎকণ্ঠায় আছি।’

লক্ষ্মীপুরের কমলনগরে এক দিন ধরে নিখোঁজ একই পরিবারের চার কিশোরী। পরিবার জানিয়েছে, বেড়াতে বের হয়ে তারা নিখোঁজ হয়েছে।

এ ঘটনায় শনিবার রাতে কমলনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন এক কিশোরীর দাদি আকলিমা বেগম।

নিখোঁজ কিশোরীরা হলো কমলনগর উপজেলার চরকাদিরার বাদামদতলী এলাকার জোবায়েদা আক্তার, মিতু আক্তার, সিমু আক্তার ও সামিয়া আক্তার। তাদের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে।

পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সামিয়া নোয়াখালীর আন্ডারচর এলাকায় তার নানার বাড়িতে যাওয়ার জন্য বাদামতলী থেকে বের হয়। সঙ্গে তার আরও তিন চাচাতো বোনও ছিল।

শনিবার রাত পর্যন্তও তারা নোয়াখালী না পৌঁছালে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। এরপর আকলিমা জিডি করেন।

তিনি নিউজবাংলাকে বলেন, ‘ঈদের পর বেড়াতে যাওয়ার জন্য তারা বের হয়েছিল। এরপর আর কোনো হদিস পাইনি। কোথায় গেছে বা কেউ নিয়ে গেছে কি না তা জানি না। চরম উৎকণ্ঠায় আছি।’

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান জানান, চার কিশোরী নিখোঁজের জিডি করা হয়েছে। তাদের উদ্ধারে পুলিশ কাজ করছে। দেশের প্রতিটি থানায় জানিয়ে দেয়া হয়েছে।

এ বিভাগের আরো খবর