কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে আলোচিত মোর্শেদ হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
কক্সবাজার র্যাব-১৫ এর উপ অধিনায়ক মেজর মঞ্জুর মেহেদী ইসলাম রোববার দুপুর ১২টার দিকে নিউজবাংলাকে জানান, শনিবার রাতে কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মতিউল ইসলাম মতি, সাইফুল ইসলাম, আজহারুল ইসলাম ও জয়নাল আবেদীন।
গত ৭ এপ্রিল পিএমখালীর সেরাংঘর বাজারে ইফতার কিনতে গেলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে মোর্শেদকে।
ঘটনার পর নিহতের চাচাতো ভাই জয়নাল আবেদীন জানান, মোর্শেদ অনেক দিন ধরে সরকারি একটি সেচ প্রকল্প ইজারা নিয়ে চালিয়ে আসছিলেন। সেই প্রকল্প মাহমুদুল হকসহ স্থানীয় কয়েকজন দখল করে নেন। এ নিয়ে মোর্শেদের সঙ্গে তাদের বিরোধ চলছিল।
জয়নাল আরও জানান, কিছু দিনের মধ্যে ওই সেচ প্রকল্পের নতুন করে ইজারা হওয়ার কথা আছে। ইজারা পেতে মোর্শেদ আবেদন করে রেখেছিলেন। এ নিয়ে ক্ষিপ্ত ছিলেন মাহমুদুল। ৭ এপ্রিল বিকেলে এলাকার বাজারে ইফতারি কিনতে গেলে মোর্শেদের ওপর হামলা চালায় মাহমুদুল, মো. জয়নাল, কলিম উল্লাহসহ অন্তত ২০ জন। তারা মোর্শেদকে কুপিয়ে ও পিটিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নেয়। সেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ৯ এপ্রিল তার বড় ভাই শাহেদ আলী কক্সবাজার সদর মডেল থানায় ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৪/৫ জনের নামে মামলা করেন। এরপর এর ছায়াতদন্ত শুরু করে র্যাব।
র্যাব কর্মকর্তা মঞ্জুর মেহেদী নিউজবাংলাকে বলেন, ‘ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য পর্যালোচনা করে এ চার আসামিকে শনাক্ত করা হয়। পরে তাদের অবস্থান নিশ্চিত হয়ে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।’