সাতক্ষীরায় পানির পাম্পের বিদ্যুৎ সংযোগ নেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাছের ঘের মালিকের মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে রোববার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
৩৩ বছরের ওই ঘের মালিকের নাম আব্দুল আওয়াল। তিনি সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন।
গোপিনাথপুর গ্রামের দিপংকর দাশের বরাতে ইউপি চেয়ারম্যান জানান, গোপিনাথপুর গ্রামে আওয়ালের দুইটি মাছের ঘের রয়েছে। স্থানীয় বাসারের ঘের থেকে নিজের ঘেরে পানি নেয়ার জন্য রোববার সকালে ঘেরে যান। পানির পাম্পের বিদ্যুৎ সংযোগ নিতে প্লাগ দেয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতের লিকেজ তারে হাত স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন আওয়াল।
চেয়ারম্যান আব্দুল আলিম জানান, ভেজা স্থানে খালি পায়ে দাঁড়িয়ে বিদ্যুৎ সংযোগ নিচ্ছিলেন আওয়াল। বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হওয়ার পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।