মৌলভীবাজারের শেরপুরে ডিউটি শেষে ফাঁড়িতে ফেরার সময় বাসচাপায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন কনস্টেবল।
শেরপুর গোলচত্বর এলাকায় রোববার ভোর রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।
২৩ বছর বয়সী নিহত রাগীব আলী শেরপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার গ্রীস নগর গ্রামে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ৪টার দিকে শেরপুর ফাঁড়ির পুলিশ সদস্যরা ডিউটি শেষে ফাঁড়িতে ফিরছিলেন। সে সময় গোলচত্বর এলাকায় সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস তাদের চাপা দেয়। এতে রাগীব নিহত হন এবং আহত হন কামরান মিয়া ও আনিস মিয়া।
মৌলভীবাজার থানার ওসি ইয়াছিনুল হক জানান, মরদেহ সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা আছে। দুর্ঘটনার পর থেকে চালক পলাতক।