বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাত হারালেন রবিউল, অনিশ্চয়তায় পরিবার

  •    
  • ৭ মে, ২০২২ ২২:২৯

আহত রবিউল ইসলামের স্ত্রী সাজেদা বেগম বলেন, ‘আমার পাঁচ ও তিন বছরের দুটি ছেলে আছে। স্বামীই ছিল আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী। ওর আয় দিয়েই সংসার চলত। আমাদের জায়গা-জমি কিছুই নেই। দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত কেউ কোনো খোঁজ নেয়নি। ছেলে, স্বামী সংসার নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। কী করব ভেবে পাচ্ছি না।’

নাটোরের বড়াইগ্রামে দুই বাসের সংঘর্ষে গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন রাজশাহীর পুঠিয়া উপজেলার রবিউল ইসলাম।

শনিবারের ভয়াবহ দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও বাঁ হাত হারিয়েছেন তিনি। ফলে সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষটির পরিবারে এখন নেমে এসেছে চরম অনিশ্চয়তা। ছোট দুই শিশুসন্তানের ভবিষ্যৎ নিয়ে যেন অন্ধকারে পড়েছেন মা সাজেদা বেগম।

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বনপাড়া-ঢাকা মহাসড়কে গাজী অটো রাইসমিলের সামনে শনিবার বেলা ১১টার দিকে দুই বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রাণ হারান সাতজন, আহত হন অন্তত ২০ জন।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল ট্র্যাভেলসের বাসের সঙ্গে নাটোর থেকে সিরাজগঞ্জগামী সিয়াম পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এরপর সিয়াম পরিবহনের বাসটি গাজী অটো রাইসমিলের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়।

আহতদের মধ্যে একজন সিয়াম পরিবহনের সুপারভাইজার রবিউল ইসলাম। পুঠিয়া উপজেলার ঝলমলিয়া সেনবাগ এলাকায় তার বাড়ি।

নিউজবাংলাকে তার স্ত্রী সাজেদা জানান, দুর্ঘটনায় তার স্বামীর বাম হাত কাটা পড়েছে। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে শনিবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাজেদা বলেন, ‘আমার পাঁচ ও তিন বছরের দুটি ছেলে আছে। স্বামীই ছিল আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী। ওর আয় দিয়েই সংসার চলত। আমাদের জায়গা-জমি কিছুই নেই। দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত কেউ কোনো খোঁজ নেয়নি। ছেলে, স্বামী সংসার নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। কী করব ভেবে পাচ্ছি না।

‘রবিউলের বাম হাত কাটা পড়েছে। তার পায়ে ও ডান হাতে মারাত্মক জখম আছে। চিকিৎসা চলছে। আপনারা আমার স্বামীর জন্য দোয়া কইরেন’, যোগ করেন তিনি।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার গোলাম সাকলাইন বলেন, ‘দুর্ঘটনায় আহত একজনই রামেক হাসপাতালে এসেছেন। তার চিকিৎসা চলছে।’

এ বিভাগের আরো খবর