ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিবাদ মেটাতে গিয়ে একজন প্রাণ হারিয়েছেন।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৩টার দিকে তিনি মারা যান।
নিহত ৩৭ বছরের মোকলেসুর রহমান মোকলেস উপজেলার হাজীপুর গ্রামের বাসিন্দা।
নিউজবাংলাকে এসব তথ্য জানিয়েছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন।
স্থানীয়দের বরাতে ওসি জানান, উপজেলার সেনগাঁও ইউনিয়নের দিয়ানা মোড়ের কাছে দেওধা গ্রামে গত ৩ মে ঈদের দিন গৃহবধূ সফিয়া বেগম ও স্বামী মমতাজ আলীর মধ্যে ঝগড়া বাধে। সফিয়ার বড় ভাই খবর পেয়ে বোনের বাড়িতে বিবাদ মেটাতে যান। একপর্যায়ে মমতাজ লাঠি দিয়ে মোখলেসকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রংপুরে চিকিৎসার জন্য নেয়া হয়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।