সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির জন্য দেশবাসীকে রান্নাঘর থেকেই আন্দোলনের সূচনা করার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, ‘রান্নাঘর থেকে আন্দোলনের সূচনা করতে হবে। জনবিচ্ছিন্ন এই সরকারকে বুঝিয়ে দিতে হবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কতটা ভয়াবহ হতে পারে।’
ভোজ্যতেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে মানববন্ধনে এসব কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু জামায়াতে ইসলামীর মজলিসে শুরার সাবেক সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি।
সাবেক জামায়াত নেতা মজিবুর রহমান মঞ্জু বলেন, “দেশের মানুষের কাছে আমি অভিনব প্রতিবাদের আহ্বান জানাচ্ছি। দেশের মা, বোন, ভাই, জনতার কাছে অনুরোধ করব, যত দিন পর্যন্ত সয়াবিন তেলের মূল্য কমানো হবে না, তত দিন পর্যন্ত চুলায় তেল ঢালার সময় ‘এই জালিম সরকারের পতন চাই, বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলে তেল ঢালবেন।”
তিনি বলেন, ‘মা-বোনকে বলব, এই শব্দটা উচ্চারণ করে আপনারা চুলায় তেল চাপাবেন। আর ভিডিও করে ফেসবুকে আপলোড দেবেন। এটাই আমাদের প্রতিবাদ৷’
দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে রাজপথে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রাজপথে আসুন, ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলুন। অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করেই বিজয়ী হতে হবে।’
মানববন্ধনে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, ‘গণতন্ত্রের অনুপস্থিতির কারণে মানুষ স্বৈরশাসনের যাতাকলে পিষ্ট। এত বড় জুলুমের পরও মানুষ রাজপথে আসতে পারেনি।’