চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গাছের নিচে চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে।উপজেলার জামজামি গ্রামে শনিবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ১১ বছর বয়স্ক রাহুল আহমেদ একই গ্রামের রবিউল ইসলামের ছেলে। সে জামজামি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ত। নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।স্থানীয়দের বরাতে তিনি জানান, সকালে বাড়ির পাশে জিকে ক্যানেলের কাছে গাছ কাটা দেখতে যায় রাহুল। এ সময় কাটতে থাকা একটি গাছ অসতর্কতার কারণে তার ওপর পড়ে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় ফাতমা ক্লিনিকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ওসি আরও জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।
আলমডাঙ্গায় গাছচাপায় শিশু নিহত
ওসি জানান, সকালে বাড়ির পাশে জিকে ক্যানেলের কাছে গাছ কাটা দেখতে যায় রাহুল। এ সময় কাটতে থাকা একটি গাছ অসতর্কতার কারণে তার ওপর পড়ে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় ফাতমা ক্লিনিকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
-
ট্যাগ:
- মৃত্যু
এ বিভাগের আরো খবর/p>