বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গুয়াহাটিতে বসবেন ভারত-বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

  •    
  • ৬ মে, ২০২২ ২১:৫৮

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলো বিশেষ করে আসাম ও ত্রিপুরা বাংলাদেশের চট্টগ্ৰাম বন্দর বাণিজ্যিক কাজে ব্যবহার করা নিয়ে চূড়ান্ত আলোচনা হবে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে।

প্রায় এক মাসের ব্যবধানে ভারত ও বাংলাদেশের দুই পররাষ্ট্রমন্ত্রী আবার বৈঠকে বসবেন আসামের গুয়াহাটিতে।

আগামী ২৮-২৯ মে গুয়াহাটিতে ‘রিভার কনক্লেভ নদী ৩’ শীর্ষক সম্মেলনে অংশ নেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সম্মেলনের পাশাপাশি বৈঠকেও মিলিত হবেন তারা।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলো বিশেষ করে আসাম ও ত্রিপুরা বাংলাদেশের চট্টগ্ৰাম বন্দর বাণিজ্যিক কাজে ব্যবহার করা নিয়ে চূড়ান্ত আলোচনা হবে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে।

তবে কেবল চট্টগ্ৰাম বন্দর ইস্যুই নয়, দুই দেশের মধ্যে রেল ও নদীপথে পণ্য সামগ্রীর সঙ্গে যাতায়াতের মাধ্যম সৃষ্টি করার বিষয়েও বৈঠকে আলোচনা হবে।

গত ২৮ এপ্ৰিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর বাংলাদেশে ভ্রমণ করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপ হয় তার।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে জুলাইয়ে ভারত ভ্রমণের সম্ভাবনা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেই ভ্রমণের কাৰ্যসূচি নিয়েও জয়শংকর এবং মোমেন গুয়াহাটিতে আলোচনা করতে পারেন।

এ বিভাগের আরো খবর