বগুড়ায় শাজাহানপুরে ট্রাকচাপায় মো. বাপ্পি নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
দুর্ঘটনায় আহত হয়েছেন পিয়াল ও সাকিব নামে তার দুই বন্ধু।
উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের ফুলদীঘি এলাকায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাপ্পি ফুলতলা এলাকার আব্দুল মজিদের ছেলে এবং ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) শেষ বর্ষের শিক্ষার্থী।
এখনও আহত দুজনের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন। দুজনের মধ্যে পিয়ালের অবস্থা গুরুতর।
এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুরের কৈগাড়ি পুলিশ ফাঁড়ির এসআই হাসান হাফিজুর রহমান।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘মোটরসাইকেলে বাপ্পিসহ তিনজন শাকপালার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বনানীগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে তারা তিনজনেই সড়কের ওপর ছিটকে পড়েন।
‘পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা বাপ্পিকে মৃত ঘোষণা করেন।’
এসআই হাসান আরও বলেন, ‘এ ঘটনায় ট্রাক আটক করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।’