বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেলা দেখে ফেরার পথে ‘ক্ষুরের আঘাতে’ জখম স্কুলছাত্র

  •    
  • ৬ মে, ২০২২ ১১:৫১

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, ‘সৌরভের ওপর ২০ থেকে ২৫ জন হামলা চালিয়েছে। কারা, কেন, কী উদ্দেশ্যে হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

ঠাকুরগাঁও শহরে মেলা দেখে ফেরার পথে দুর্বৃত্তের ক্ষুরের আঘাতে জখম হয়েছে এক স্কুলছাত্র।

জেলার বড়মাঠ সংলগ্ন রাস্তায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ওই স্কুলছাত্রের নাম সৌরভ ইসলাম। সে শহর সংলগ্ন আদর্শ কলোনিপাড়ার শরিফুল ইসলামের ছেলে।

সৌরভ আমানতউল্লাহ্‌ ইসলামি একাডেমির দশম শ্রেণির ছাত্র।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আহত সৌরভ বলে, ‘ঈদে বড় মাঠের মেলাতে বেড়াতে এসেছিলাম। বাসায় ফেরার পথে আমার ওপর হামলা চালানো হয়েছে। আমি তাদের কয়েকজনকে চিনি, তবে নাম বলতে পারছি না।’

বড় রকমের ক্ষতির উদ্দেশ্যে সৌরভকে আঘাত করা হয়েছে বলে জানান ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক মো. মোর্শেদ।

তিনি বলেন, ‘খুব গুরুতর অবস্থায় তার ভাই উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। পরে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‘রোগীর স্বজনরা বলছে ক্ষুর দিয়ে তাকে আঘাত করে পালিয়েছে দুর্বৃত্তরা।’

ওসি তানভিরুল ইসলাম বলেন, ‘সৌরভের ওপর ২০ থেকে ২৫ জন হামলা চালিয়েছে। কারা কেন, কী উদ্দেশ্যে হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে যাওয়ার আগেই সবাই পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

‘এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর