আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রুহুল কুদ্দুস বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে ওই দুই শিশু বাড়ির পাশের উঠানে খেলছিল। ওই সময় পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা শিশুদের মরদেহ উদ্ধার করেন।’
সাতক্ষীরার আশাশুনিতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার আনুলিয়া ইউনিয়নের উত্তর একসরা মালি বাড়িতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশুর নাম চাঁদনী ও মেলু। তাদের বয়স পাঁচ ও ছয় বছর। তারা একই গ্রামের ইয়াসিন আলী ও মনি মালির মেয়ে।
আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রুহুল কুদ্দুস বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে ওই দুই শিশু বাড়ির পাশের উঠানে খেলছিল। ওই সময় পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা শিশুদের মরদেহ উদ্ধার করেন।’