পঞ্চগড় জেলার দেবীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুতে মোটরসাইকেলের ধাক্কা দেয়ার ঘটনায় স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই ছাত্র আহত হয়েছে।
উপজেলার দেবীগঞ্জ ইউনিয়নের কৃষিখামার ধরধরা সেতু এলাকায় বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ১৫ বছরের ইশাদ দেবীগঞ্জ ইউনিয়নের কলেজপাড়া এলাকার কুরবান আলীর ছেলে। সে জমিরউদ্দিন দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
আহতরা হলেন একই এলাকার রাজু ইসলামের ছেলে ২৫ বছরের শাহীন ও সামিনুরের ছেলে ১০ বছরের জীবন।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. হেলাল উদ্দিন।
দেবীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম ইমু জানান, ইশাদসহ প্রতিবেশী শাহীন ও জীবন মোটরসাইকেলে করে সোনাহার এলাকায় ঘুরতে যাচ্ছিল। পথে কৃষিখামারের ধরধরা সেতু এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ইশাদকে মৃত ঘোষণা করেন। শাহিন ও জীবনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
এসআই মো. হেলাল উদ্দিন বলেন, ‘মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’