ঈদের ছুটি শেষে অফিস-আদালত খুললেও এখনও তাতে প্রাণ ফেরেনি। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে বেশির েভাগ কর্মকর্তা কর্মচারীরাই বৃহস্পতিবার ছুটি নিয়ে টানা ৯ দিনের অবসরে রয়েছেন। আর এ কারণে অফিস-আদালত খোলা থাকলেও তেমন একটা শোরগোল নেই।
তবে এর মধ্যেও যারা অফিসে এসেছেন তারা সহকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করে সময় কাটিয়েছেন। এতে বাদ ছিলেন না মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সচিবালয়ে নিজ দপ্তরে এসে দাপ্তরিক কাজ শুরু করেছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। ঈদের পর প্রথম কর্মদিবসে ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত লিলি নিকোলাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন।
এ সময় সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘দুই বছর পর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আমরা এবার ঈদ উদযাপন করতে পেরেছি। ঢাকা শহরসহ সারা দেশেই তৃণমূল পর্যায়ে গ্রামে এবার উচ্ছ্বাস এবং উদ্দীপনার মধ্যে ঈদ উদযাপিত হয়েছে। এটি আমাদের জন্য খুবই ভালো। সারা পৃথিবীর মানুষ একটা অনিশ্চতার মধ্যে ছিল। চরম হুমকির মধ্যে ছিল। আমাদের জীবন নিয়েও একটা আতঙ্ক কাজ করছিল। তাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া।’
মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। ছবি: নিউজবাংলা
‘এবার ঈদে আবহাওয়াও খুব ভালো ছিল। সকালে একটু বৃষ্টির জন্য কোনো কোনো এলাকায় মাঠে নামাজ পড়তে পারেনি। তাতে ঈদ উদযাপন তেমন ব্যাহত হয়নি।’
তিনি বলেন, ‘সবাই এখনও ছুটির মুডেই আছে। ঢাকার লাখ লাখ মানুষ গ্রামে আত্মীয়স্বজনের কাছে গিয়েছে। তাদের সঙ্গে মিলিত হয়ে ঈদ উদযাপন করছে। ঈদের আগে যাতায়াতেও একটা বিরাট সমস্যা হয়। মানুষ নানান রকম কষ্টের মধ্যে পড়ে।
‘এবার ভোগান্তি তুলনামূলকভাবে অনেক কম হয়েছে। বড় কোনো দুর্ঘটনাও ঘটেনি। অন্যান্যবার দেখা যায় লঞ্চ বা গাড়িঘোড়ার বড় বড় দুর্ঘটনা ঘটে।’
ঈদ শুভেচ্ছা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সারা দেশের মানুষ এবার সুন্দরভাবে সবাই ঈদ উদযাপন করেছেন। ফোন কোম্পানিগুলো বলছে প্রায় ৭০ লাখ মানুষ ঢাকা ছেড়েছে। ৭০ লাখ মানুষ যারা মোবাইল সিম ব্যবহার করেন তারাই গিয়েছেন তাহলে কত মানুষ ঢাকা ছেড়েছে !
মন্ত্রণালয়ে শুভেচ্ছা বিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: নিউজবাংলা
‘সব পথেই হাইওয়ে বা নৌ সবভাবেই গিয়েছেন। আবার সুন্দরভাবে ফেরা শুরু করেছেন। এবার কাছের মানুষের সঙ্গে তারা ভালোভাবেই ঈদ করেছেন। আমার কাছে যতটুকু খবর আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতিও এবার খুব ভালো ছিল। অন্যান্য বছরের তুলনায় অনেক ভালো ছিল। এবার ঈদ মানুষ সুন্দরভাবে কাটিয়েছে।’