ঈদের ছুটির পর প্রথম কর্মদিবস বৃহস্পতিবার কর্মচাঞ্চল্য দেখা যায়নি প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে।
মন্ত্রণালয়গুলোর বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারীই বৃহস্পতিবার ছুটি নিয়েছেন। ফলে ঈদে প্রায় ৯ দিনের ছুটি কাটাচ্ছেন তারা।
গত ২৯ ও ৩০ এপ্রিল ছিল সাপ্তাহিক ছুটি। এরপর ১ মে রোববার ছিল মে দিবসের সরকারি ছুটি। সেদিন আবার ছিল চার দিনের ঈদ ছুটির প্রথম দিন। এর পরের তিন দিন ছিল ঈদের ছুটি।
বৃহস্পতিবার যারা ছুটি নিয়েছেন তারা শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে পেয়েছেন ৯ দিনের অবসর কাটানোর সুযোগ।
বৃহস্পতিবার ঈদের পর প্রথম কর্মদিবসে যারা অফিস করেছেন তারা ব্যস্ত ছিলেন সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময়ে। কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানসহ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীও অফিস করেছেন।
সচিবালয়ে স্বাভাবিক দিনে যেমন দর্শনার্থীর চাপ দেখা যায়, সে চাপও ছিল না বৃহস্পতিবার। ভেতরে যে দোকানগুলো রয়েছে সেগুলোও সব ছিল বন্ধ।
ঈদের ছুটির পর প্রথম কর্মদিবস বৃহস্পতিবার কর্মচাঞ্চল্য দেখা যায়নি বাণিজ্যিক এলাকা মতিঝিলে। ছবি: সাইফুল ইসলাম
একই চিত্র দেখা গেছে বাণিজ্যিক এলাকা মতিঝিলে। সেখানে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন ব্যাংক ও সরকারি-বেসরকারি অফিসে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ছিল খুবই কম।