বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উত্তরায় প্রাইভেট কারের ধাক্কায় অটোরিকশার চালক-যাত্রী নিহত

  •    
  • ৫ মে, ২০২২ ১০:৩২

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) পার্থ প্রতিম ব্রহ্মচারী বলেন, ‘একটা প্রাইভেট কার একটা অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিচালক ও সিএনজিতে থাকা একজন যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হলে সেখানে তারা মারা যান।’

রাজধানীর উত্তরায় সিএনজিচালিত অটোরিকশাকে প্রাইভেট কারের ধাক্কায় অটোরিকশার চালক ও এক যাত্রীসহ মোট দুজন নিহত হয়েছেন।

বুলবুল আহম্মেদ নামের ওই প্রাইভেট কার চালককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে উত্তরা সিঙ্গারের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

সকাল ৬টার দিকে তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পর চালক মোহাম্মদ আলী এবং অজ্ঞাতনামা যুবককে সকাল সাড়ে ৯টায় মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত অটোরিকশা চালকের ছেলে মো. তরিকুল বলেন, ‘আমি থানা থেকে খবর পেয়ে বাবার মৃতদেহ শনাক্ত করি। তিনি সকালে বাসা থেকে বের হন পরে জানতে পারি উত্তরা ১৪ নম্বর সেক্টর সিঙ্গার মোড় এলাকায় প্রাইভেট কার এবং সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজির যাত্রী এবং আমার বাবা মারা যান। আমাদের বাড়ি দক্ষিণ যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায়।’

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) পার্থ প্রতিম ব্রহ্মচারী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘একটা প্রাইভেট কার একটা অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিচালক ও সিএনজিতে থাকা একজন যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হলে সেখানে তারা মারা যান।’

মরদেহ এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে আছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিহত যাত্রীর পরিবার উত্তরা পশ্চিম থানায় এসেছে। তারা মামলার প্রস্তুতি নিচ্ছে।

এ বিভাগের আরো খবর