লালমনিরহাটের হাতিবান্ধায় জমি নিয়ে বিরোধের জের ধরে আপন চাচাকে খুন করার অভিযোগ উঠেছে।
বুধবার দুপুরে হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের জাওরানী এলাকায় ওই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভেলাগুড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে উত্তর জাওরানী গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে আব্দুর রশিদ ও আব্দুল আজিজের মধ্যে ভিটার সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। এই সীমানা নির্ধারণের জন্য গত বুধবার দুপুরে উভয় পক্ষই জমি মাপার জন্য সার্ভেয়ার নিয়ে আসে।
সার্ভেয়ার মাপামাপি শুরু করলে ভাতিজা নিজাম উদ্দিনের সঙ্গে চাচা আব্দুর রশিদ ও তার ছেলে রহমত আলী, রইচ উদ্দিন, ও আব্দুর রাজ্জাকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে মারামারি শুরু করে। এ সময় নিজাম উদ্দিনের লাঠির আঘাতে চাচা আব্দুর রশিদ ও চাচাতো ভাই রহমত, রইচ ও রাজ্জাক আহত হন।
পরে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে আব্দুর রশিদ মারা যান।
হাতিবান্ধা থানার এসআই আব্দুর রহিম জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।
এ বিষয়ে হাতিবান্ধা থানার ওসি রফিকুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি এখনও। তবে অভিযোগ পেলে দ্রুত আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হবে। নিহত রশিদের লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে।’