রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্টে সিনিয়র সাংবাদিক আলম রায়হানের বাসায় চুরি হয়েছে। টাকা, স্বর্ণালংকার, ক্যামেরাসহ মূল্যবানসামগ্রী চুরি গেছে।
এতে অন্তত ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
মহানগর আবাসিক এলাকার ডি-ব্লকে একটি বাসার চতুর্থ তলায় মঙ্গলবার রাতে এই চুরির ঘটনা ঘটে।
সাংবাদিক আলম রায়হান ঘরে থাকা অবস্থাতেই অন্য একটি কক্ষে চুরি হয়। খবর পেয়ে বুধবার সকালে পুলিশ ঘটনাস্থলে আসে। চুরির ঘটনায় হাতিরঝিল থানায় মামলা প্রক্রিয়াধীন।
বরিশাল থেকে প্রকাশিত দক্ষিণের সময় পত্রিকার প্রধান সম্পাদক আলম রায়হান। তিনি দৈনিক আমাদের অর্থনীতির বিশেষ প্রতিনিধি হিসেবেও কর্মরত।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘আমার স্ত্রী, ছেলে ও বউমা গ্রামে ঈদ করতে গিয়েছে। আমি পরশু বরিশাল থেকে ঢাকা এসেছি। রাতে বাসায় একাই ছিলাম। আমি ঘুমিয়েছিলাম ড্রয়িংরুমে। অন্য কক্ষগুলো ফাঁকা ছিল। শেষ রাতের দিকে ছেলের কক্ষের দরজার লক লাগানোর শব্দ পাই। চেক করতে গিয়ে দেখি ভেতর থেকে আটকানো।
‘তখনই বুঝতে পারছিলাম, ভেতরে কেউ হয়তো ঢুকেছে। প্রতিবেশীদের ডেকে আনি। দরজা ভাঙার চেষ্টা করি। কিন্তু বাড়ির মালিক দরজা ভাঙতে দেননি। সকালে পুলিশ আসার পর লক ভেঙে ভেতরে ঢুকি। ঘরের সবকিছু তছনছ করে টাকা, স্বর্ণালংকার, ক্যামেরা ও অন্যান্য জিনিস নিয়ে গেছে।’
সরেজমিন দেখা গেছে, বাসার দক্ষিণ পাশের বড় কক্ষটির জানালার গ্রিলের একটি পাত ভাঙা। এক পাশে পাতটি ভেঙে অন্য পাশে মুড়িয়ে ভেতরে ঢুকেছে চোর। তিনটি আলমারির জিনিসপত্র নিচে ও বিছানার ওপর পড়ে আছে।
আলম রায়হান বলেন, ‘গ্রিল ভাঙা হয়েছে বাড়ির পেছন দিকে। সামনের দিকে বড় সড়ক। দুই বাসার ফাঁকা অংশ দিয়ে এক বা একাধিক চোর ওপরে উঠে এসেছিল হয়তো। আমাদেরসহ অন্যান্য বাড়ি এবং সড়কের সিসিটিভি ফুটেজ খোঁজা হচ্ছে।’
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বলেন, ‘চুরিটি কীভাবে হয়েছে তা তদন্ত হচ্ছে। চুরি করতে কতজন এসেছিল তাদের শনাক্তের জন্য সিসিটিভি ফুটেজ চেক করছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’