চুয়াডাঙ্গার দর্শনায় মাথায় গাছের ডাল পড়ে কৌশিক আলম খান নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা চাচাতো ভাই রাকিব আহত হন।
বুধবার বিকেল ৪টার দিকে দর্শনা বাসস্ট্যান্ডের কাছাকাছি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। ২৫ বছর বয়সী নিহত কৌশিক আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা গ্রামের শাহ আলম খানের ছেলে। আর আহত রাকিব হোসেন দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের সুলতান খানের ছেলে।
দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার ওসি এ এইচ এম লুৎফুল কবীর।
স্থানীয়দের বরাতে ওসি জানান, ঈদে মোটরসাইকেল নিয়ে চাচার বাড়ি দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামে বেড়াতে গিয়েছিলেন কৌশিক। পরে মঙ্গলবার বিকেলে চাচাতো ভাই রাকিবকে নিয়ে চুয়াডাঙ্গার দিকে ঘুরতে যান তিনি। এ সময় দর্শনা বাসস্ট্যান্ড পার হয়ে কালভার্টের সামনে পৌঁছালে একটি নিমগাছের ডাল কৌশিকের মাথার ওপর পড়ে। এতে গুরুতর জখম হন তিনি। আহত হন পেছনে বসা রাকিবও।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক কৌশিককে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহরাব হোসেন বলেন, ‘হাসপাতালে আনার আগেই কৌশিকের মৃত্যু হয়েছে। রাকিবকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি থাকার পরামর্শ দেয়া হয়েছে। মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কীভাবে গাছের ডাল মাথায় পড়ল জানতে চাইলে ওসি বলেন, ‘ওই সময় রাস্তার পাশে সরকারি একটি মরা নিমগাছ কাটছিল অজ্ঞাত কয়েকজন। ঘটনার পর তারা পালিয়ে গেছে। অভিযুক্তদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।’