বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আলো ফিরল আলোরুপায়

  •    
  • ৪ মে, ২০২২ ০৮:৩১

প্রায় তিন বছর পর ঈদুল ফিতরের দিন চালু হয় আলোরুপা। শুরুর দিন ‘বিদ্রোহী’ সিনেমা দেখতে এসেছিলেন অনেকে। হলমালিক আশা করছেন, সামনের দিনে আরও বাড়বে দর্শক।

করোনাভাইরাস মহামারির দুই বছরে লালমনিরহাট জেলার ২০ সিনেমা হলের সবগুলো ছিল বন্ধ। ওই হলগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ‘আলোরুপা’ বন্ধ দেশে মহামারি শুরুর সময় ২০২০ সালের আগে থেকে।

এ অবস্থার প্রায় তিন বছর পর ঈদুল ফিতরের দিন মঙ্গলবার চালু হয়েছে হলটি। এদিন ‘বিদ্রোহী’ সিনেমা দেখতে এসেছিলেন অনেকে।

হলটিতে দুপুর ১২টায় প্রথম শো চালু হয়ে চলে বেলা ৩টা পর্যন্ত। পরবর্তী সময়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শো হয়। এর পরের দুটি শোর শিডিউল ছিল সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা এবং রাত ৯টা থেকে ১২টা।

প্রথম দিন হিসেবে দুপুর ১২টার শোতে দর্শক কম ছিল, তবে বিকেল ৩টার শোতে অনেক দর্শকই হয়।

লালমনিরহাটের আলোচিত ‘আলোরুপা’ হলে শুরু হলো সিনেমা দেখানো। ছবি: নিউজবাংলা

সিনেমা দেখতে আসা মাহাতাব বলেন, ‘আসলে দীর্ঘদিন হলটি বন্ধ থাকার কারণে দেখার মতো কোনো সুযোগ না থাকলেও আজ যেহেতু সিনেমা হলটি চালু হলো, তাই দেখতে আসছি। ভালোই লাগছে।’

তিনি আরও বলেন, ‘এখন হলে তেমন দর্শক নেই। দর্শক ভালো ছবি পাচ্ছে না। এ ছাড়া হলগুলোর পরিবেশও ভালো না। পরিবেশ ফেরাতে হলগুলো সংস্কার দরকার।

‘এখন দর্শকের বিনোদনের অন্য মাধ্যম খুলে গেছে। সেখান থেকে দর্শক ফিরিয়ে আনা কঠিন।’

এ বিষয়ে আলোরুপা হলের মালিক বেলাল উদ্দিন বলেন, “দীর্ঘ ৩ বছর পর লস হলেও ‘বিদ্রোহী’ সিনেমাটি ঢাকাসহ সারা দেশে একযোগে চালু হয়। এ সিনেমাটি একটি নতুন সিনেমা। আমি চাই দর্শকরা হলমুখী হোক। আমরা বিনোদনের জন্য আলোরুপা সিনেমা হলটি চালু করেছি।

“আমাদের অনেক লস হয়েছে। তার পরেও আজ হলটি চালু করা হয়েছে শুধু দর্শকদের বিনোদনের জন্য।”

তিনি আরও বলেন, ‘আপনারা আসেন সুস্থ বিনোদনের জন্য। আপনাদের ছেলে-মেয়েদের বিনোদন দরকার। এ করোনাকালে তো অনেক লস হয়েছে।

আলোচিত ‘আলোরুপা’ সিনেমা হলো টানানো হয়েছে পোস্টার। ছবি: নিউজবাংলা

‘আমি দোয়া করি আর যেন এ মহামারি না আসে। মানুষের সুস্থ বিনোদনের জন্য সারা দেশে অনেক সিনেমা হল বন্ধ হয়েছে। এটিও বন্ধ ছিল। তারপরেও আজ চালু করা হয়েছে।’

হলে আগামী দিনগুলোতে দর্শক বাড়ার আশাবাদ ব্যক্ত করে বেলাল বলেন, ‘আজ প্রথম শোতে তেমন লোক না হলেও বিকেলের শোতে মোটামুটি লোক হয়েছে। আশা করি আগামীকাল (বুধবার) আরও বাড়বে।’

এ বিভাগের আরো খবর