ঈদের সকালে বজ্রপাতে টাঙ্গাইলে প্রাণ হারিয়েছেন ৩ কিশোর। ব্রাহ্মণবাড়িয়া ও মেহেরপুরেও বজ্রপাতে গেছে দুই প্রাণ।
টাঙ্গাইলের কালিহাতীতে নদীতে গোসল করার সময় বজ্রপাতে তিন কিশোর নিহত হয়েছে। ঈদের নামাজ পড়তে যাবে বলে তারা গোসল করতে সেখানে গিয়েছিল।
উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া এলাকায় মঙ্গলবার সকাল ৮টায় এ ঘটনা ঘটে।
মৃত কিশোররা হলো উপজেলার হাতিয়া এলাকার মো. আরিফ, মো. রাকিব ও মো. ফয়সাল। তাদের বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে।
দশকিয়া ইউনিয়নের চেয়ারম্যান মালেক ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঈদের নামাজ পড়তে যাবে বলে ওই কিশোররা নদীতে গোসল করতে নেমেছিল। তখনই বজ্রপাত হয়। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঈদের নামাজ শেষে বাবার কবর জিয়ারত করতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন রনি মিয়া।
উপজেলার পৌর শহরের দুর্গাপুর এলাকায় মঙ্গলবার সকাল ৯টায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আখাউড়া থানার ওসি মিজানুর রহমান।
মেহেরপুর সদরে ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় বজ্রপাতে মারা গেছেন আব্দুর রাজ্জাক।
সদরে মনোহরপুর গ্রামে সকাল সাড়ে ৮টার দিকে বজ্রপাতের এই ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে মেহেরপুর সদর থানার ওসি মো. জুলফিকার জানান, রাজ্জাক ও তার ভাই মন্টু মসজিদের ঈদের নামাজ আদায়ের জন্য যাচ্ছিলেন। সে সময় বজ্রপাতে দুজনই আহত হন।
স্থানীয়রা তাদের সদর হাসপাতালে নিলে চিকিৎসক রাজ্জাককে মৃত ঘোষণা করেন।