ব্রাহ্মণবাড়িয়ায় ভোজ্যতেলের দাম স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় দোকানে মজুত করা ৪২০ লিটার তেল বিক্রির নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত অভিযান চালিয়ে শহরের জগতবাজার, আনন্দবাজার ও সড়কবাজারে চারটি দোকান থেকে এই তেল পাওয়া যায়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাসের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে জগতবাজার ও আনন্দবাজারের দুটি দোকানের মধ্যে মজুত করা ২৫০ লিটার তেল পাওয়া যায়। বাকি তিনটির মধ্যে আনন্দবাজারে থাকা আরেকটি ১২০ লিটার দেখতে পান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বাকি দুটিতে ৫০ লিটার তেল নিয়ে ৪২০ লিটার তেল ন্যায্যমূল্যে বাজারে উপস্থিত ক্রেতাদের কাছে বিক্রির নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর বলেন, ‘তেলগুলো অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে লুকিয়ে রেখেছিলেন ব্যবসায়ীরা। আর ক্রেতাদের তেল নেই বলে বাড়তি দামে বিক্রি করছিলেন তারা।
‘যেসব ডিলার ও দোকানি গোডাউনে তেল মজুত করে রেখেছেন, সেগুলো খোলাবাজারে ন্যায্যমূল্যে বিক্রির জন্য নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া অন্যদের সতর্ক করা হয়েছে, যদি এমন কোনো ঘটনা আবার হয় তাহলে বিপুল পরিমাণ টাকা জরিমানা করা হবে।’