বরিশালে হঠাৎ-ই বেড়েছে মাদকের ব্যবসা। গত এক মাসে বেশ কয়েকটি বড় চালান ধরা পড়েছে পুলিশের তৎপরতায়। গ্রেপ্তার হয়েছেন অন্তত ১৫০ জন। প্রশাসন বলছে, ঈদ ঘিরে সক্রিয় হয়ে উঠেছে মাদক কারবারিরা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অপরাধ শাখা জানায়, গত ২৬ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত আনুমানিক ৭০ কেজি গাঁজা জব্দ হয়েছে মেট্রোপলিটন এলাকা থেকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছেন শতাধিক কারবারি।
পুলিশের একটি সূত্র জানায়, কোনো উৎসব এলে দেশের বিভিন্ন স্থান থেকে মাদক আসা শুরু করে বরিশালে। এবার প্রচুর গাঁজার চালান জব্দ হয়েছে। উত্তরাঞ্চল থেকে আসা এসব গাঁজা বরিশাল নগরীর খুচরা কারবারিদের কাছে বিক্রি করা হয়। নৌ ও সড়কপথের পাশাপাশি চালানে ব্যবহার হচ্ছে কুরিয়ার সার্ভিস।
গত ২৬ এপ্রিল সর্বশেষ দুই কেজি গাঁজাসহ নগরীর ভাটারখাঁর এলাকা থেকে দুজন গ্রেপ্তার হন। গ্রেপ্তার ব্যক্তিদের একজন হবিগঞ্জের, অন্যজনের বাড়ি কুমিল্লায়। হবিগঞ্জ থেকে কুরিয়ার সার্ভিসে আসা ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয় ১৭ এপ্রিল; গ্রেপ্তার হন একজন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, ‘বরিশাল মহানগরে মাদক কারবারের কোনো সুযোগ রাখা হবে না। যারা এই চিন্তা করবে তাদের নির্মূল করা হবে। পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।’
পুলিশ বলছে, ১৪ এপ্রিল লঞ্চঘাট থেকে দুই কেজি গাঁজাসহ দুজন গ্রেপ্তার হন। পরদিন ১৫ এপ্রিল ১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ একজন, ২৩ এপ্রিল পাঁচ কেজিসহ দুজন, ৫০০ গ্রামসহ দুজন, ২৪ এপ্রিল লঞ্চঘাট থেকে তিন কেজিসহ একজন, ২৫ এপ্রিল পৌনে দুই কেজিসহ একজন, পাঁচ কেজিসহ দুজন এবং তিন কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (অপরাধ) নাসরিন জাহান বলেন, ‘২৬ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ৬৬ কেজি ৭৩৪ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। গাঁজার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে ১০৫ মাদক কারবারিকে। ঈদকে কেন্দ্র করে মাদক ব্যবসা চাঙা করে তোলার চেষ্টা করছে তারা।’