বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই: নারীসহ গ্রেপ্তার ৪

  •    
  • ২ মে, ২০২২ ১৭:৪১

ফরিদপুর সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান বলেন, ‘পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া তারা মিয়া চারটি মামলার আসামি। এর মধ্যে একটি মামলায় গ্রেপ্তারি পরওয়ানা রয়েছে। রোববার রাতে অভিযান চালিয়ে তিন নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

ফরিদপুরের সালথায় পুলিশের কাছ থেকে এক আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় তিন নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নারীরা হলেন রহিমা আক্তার, চাঁদনী বেগম ও শারমিন আক্তার। গ্রেপ্তার আরেকজন হলেন সাইফুল ইসলাম। তারা সবাই যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামের বাসিন্দা।

তাদের গ্রেপ্তারের সময় ১৫ বস্তা ভাঙা ইট, ঢাল, সড়কিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান বলেন, ‘পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া তারা মিয়া চারটি মামলার আসামি। এর মধ্যে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

‘রোববার রাতে অভিযান চালিয়ে তিন নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবাইকে গত ২১ এপ্রিল পুলিশের ওপর হামলা মামলার আসামি দেখিয়ে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার বেলা ১টার দিকে সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামের ছয়আনি পাড়ায় ২০ জন নারী মিলে দুই পুলিশ সদস্যকে জাপটে ধরে আসামি ছিনিয়ে নেন।

যে দুই পুলিশ সদস্য এ অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন তারা হলেন সালথা থানার উপপরিদর্শক (এসআই) ও খারদিয়া এলাকার বিট কর্মকর্তা মো. নাজমুল ও সহকারী উপপরিদর্শক (এএসআই) লিয়াকত হোসেন।

ওই ঘটনা সম্পর্কে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) সুমিনুর রহমান বলেছিলেন, ‘পুলিশ কর্মকর্তা নাজমুল ও লিয়াকত আসামি তারা মিয়াকে ধরে ফেলেছিল। সেই সময় ওই এলাকার ১৮-২০ জন নারী এগিয়ে এসে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়েন। নারীরা দুই ভাগে ভাগ হয়ে দুই পুলিশ কর্মকর্তাকে জাপটে ধরে আলাদা করে ফেলেন। ওই সুযোগে পালিয়ে যান তারা মিয়া।

‘পুলিশের এ অভিযানে কোনো নারী পুলিশ না থাকায় নারীদের পক্ষে আসামিকে ছিনিয়ে নেয়া সহজ হয়।’

এ বিভাগের আরো খবর