চুয়াডাঙ্গার দামুড়হুদায় আলমসাধুর চাপায় তিন বছর বয়সী এক শিশু প্রাণ হারিয়েছে।
উপজেলার ছয়ঘরিয়া গ্রামে সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিশু মারিয়া খাতুন গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করে মারিয়ার বাবা রফিকুল ইসলাম জানান, দুপুরে বাড়ির সামনে অন্য শিশুদের সঙ্গে খেলছিল মারিয়া। এ সময় রাস্তা পার হতে গেলে দ্রুতগতির একটি আলমসাধু তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মারিয়াকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মারভিন অনিক চৌধুরী জানান, প্রাথমিক চিকিৎসা দেয়ার সময়ই মারা যায় শিশুটি। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুল কবীর বলেন, ‘এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’