নারায়ণগঞ্জের রূপগঞ্জে মিতা স্পিনিং মিলে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় সে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
উপজেলার সাওঘাট এলাকার ওই মিলে সোমবার সকাল ১০টার দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঈদ উপলক্ষে কারখানা বন্ধ ছিল। হঠাৎ সকালে আগুন দেখে স্থানীয়রা খবর দেয়। রূপগঞ্জ, কাঞ্চন, ডেমরাসহ ফায়ার সার্ভিসের ৬ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি, হতাহত হননি কেউ।
কারখানার সহকারী ব্যবস্থাপক ফখরুল ইসলাম রনি জানান, আগুনে কারখানায় থাকা মেশিন, সুতা, কাপড়সহ অনেক মালামাল পুড়ে গেছে।