চট্টগ্রামের বাকলিয়ায় দুই যুবকের মধ্যে হাতাহাতির পর ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। আহত আরেকজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, মাদকের কারবার নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।
নগরীর বাকলিয়া থানার বলিরহাটের জইল্লাপাড়ায় রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ২২ বছর বয়সী মো. ইমনের বাড়ি ওই এলাকায়। তাকে ছুরিকাঘাতের অভিযোগে আটক করা হয়েছে মো. আসিফ নামে আরেক যুবকে। আসিফের গায়েও আঘাতের চিহ্ন আছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রোববার রাতে বলিরহাটের পাশে কর্ণফুলীর তীরে ইমন ও আসিফ একে অপরকে ছুরিকাঘাত করেন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যালে নেয়ার পর চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। আর আহত আসিফকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। তাকে হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে।’
আসিফ ও ইমনের মধ্যে মাদক কারবার নিয়ে আগে থেকেই বিরোধ ছিল বলে জানান তিনি।
তবে নিহত ইমনের চাচা মো. সালাউদ্দিনের দাবি, ইমন মাদক কারবারে জড়িত ছিলেন না। তিনি কারবারে বাধা দিতে গিয়ে খুন হন।
নিউজবাংলাকে সালাউদ্দিন বলেন, ‘আসিফ ও রিয়াদ নামের দুজন পাশের এলাকা থেকে আমাদের এলাকায় এসে মাদক কারবার করত। ইমন এর প্রতিবাদ করেছিল। এই কারণে রোববার রাতে তাকে কৌশলে ডেকে নিয়ে ছুরিকাঘাতে খুন করা হয়।’