ময়মনসিংহের তারাকান্দায় বিআরটিসির বাসের চাপায় প্রাইভেট কারের এক যাত্রী নিহত হয়েছেন। গাড়িতে থাকা আরেকজন গুরুতর আহত।
ময়মনসিংহ-শেরপুর সড়কে তারাকান্দা উপজেলার গোপালপুর খাবার বাজার এলাকায় রোববার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা হয়।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সকালে ময়মনসিংহ থেকে প্রাইভেট কারটি শেরপুরের দিকে যাচ্ছিল। পৌনে ১০টার দিকে গোপালপুর খাবার বাজার এলাকায় উল্টো দিক থেকে যাওয়া বিআরটিসির বাস এটিকে চাপা দেয়।
প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। আহত আরেকজনকে আশপাশের লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ওসি আরও জানান, প্রাইভেট কারটি দ্রুতগতিতে সামনের গাড়িকে ওভারটেক করতে গেলে এই দুর্ঘটনা হয়। হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।