সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে সিলেটে দুই দিনের শোক ঘোষণা করেছে আওয়ামী লীগ।
শনিবার দুপুরে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে, দুই দিন কালো ব্যাচ ধারণ এবং ঈদের পরদিন মিলাদ ও দোয়া মাহফিল।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার রাত ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা। তার বয়স হয়েছে ৮৮ বছর।
রোববার মুহিতকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
দাফনের আগে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেয়া হবে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর বেলা ২টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে জানাজা হবে।
জানাজা শেষে নগরের রায়নগরের ডেপুটি বাড়ির পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
জেলা ও মহানগর আওয়ামী লীগ শনিবার দুপুরে মুহিতের জানাজা ও দাফনের বিষয়ে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়।
শফিকুর রহমান বলেন, ‘সড়কপথে সন্ধ্যায় সিলেটের হাফিজ কমপ্লেক্সে মুহিতের মরদেহ আনা হবে।’