পানিতে ধানে পচন ধরেছে। সেই ধান থেকে বের হচ্ছে পচা গন্ধ। তবু সেই ধান নৌকায় করে কেটে এনেছেন হযরত আলী। হাওরের কাটা ধান জড়ো করে রাখছেন উঁচু জায়গায়। এরই ফাঁকে হযরত আলী আক্ষেপ করে বলেন, ‘ধান সব নিয়া গেছে। এখন সব ছুছা।’
নিজের কেটে আনা ধান দেখিয়ে বলেন, ‘এইগুলা গরুর লাগি কাটিয়া আনছি। এইগুলা না আনলে গরু বাঁচানো যাবে না।’
বুধবার সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরে গিয়ে কথা হয় হযরত আলীর সঙ্গে। ঢলে তলিয়ে গিয়েছিল এই হাওর। এখন পানি কিছুটা কমেছে। ভেসে উঠেছে ধান। সেগুলো কাটায় ব্যস্ত কৃষকরা।
দেখার হাওরের অবস্থান সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশেই। বুধবার এই সড়ক দিয়ে যেতে যেতে দেখা যায়, সড়কের দুই পাশে রাখা হয়েছে ধান। সড়কের ওপরই চলছে ধান মাড়াই, বাছাই ও শুকানোর কাজ। কৃষকের পাশাপাশি নারী ও শিশুরাও যুক্ত হয়েছেন এই কর্মযজ্ঞে।
কেবল ঢল নয়, এবার ধানের ক্ষতি করেছে শিলাবৃষ্টি আর ব্লাস্ট রোগও। ফলে ধান তোলায় উদয়াস্ত পরিশ্রম করে গেলেও কাঙ্ক্ষিত ফসল না পাওয়ার আক্ষেপ তাদের কণ্ঠে।
শান্তিগঞ্জের পূর্ব পাগলা এলাকায় ধান ঝাড়ার কাজ করছিলেন সরুফা বেগম। ধান তলিয়ে যাওয়া নিয়ে আফসোস করে তিনি বলেন, ‘ইবারকু বাঁচবার উপায় নাই, মরা ছাড়া উপায় নাই।’
খানিক দূরে কুলো দিয়ে ধান ঝাড় দিচ্ছিলেন দুজন নারী। কাছে গিয়ে ছবি তুলতেই একজন ক্ষেপে গেলেন। ক্ষুব্ধ কণ্ঠেই তিনি বলেন, ‘ছবি তুলিয়া কিতা করতায়, ছবি নেটো ছাড়বায়, এরপরে তোমরারে সরকারেও টেকা দিবো। আমরার কিতা লাভ?’
অভিযোগ করে আরও বলেন, ‘সব ধান নিছেগি, কয়েকবার আইয়া মাইনষে আমরার নাম লেখিয়া নিলা, কিন্তু এখন পর্যন্ত কিচ্ছু পাইছি না। আর ছবি তোলা লাগতো নায়।’
তখনও রাগ কমেনি বছর ত্রিশের ওই নারীর। ক্ষোভে ছবি তোলার সময় নিজের মুখটা ঢেকেই রাখেন তিনি। এমনকি নিজের নামটিও বলতে চান না।
তার পাশে ধান ঝাড় দেয়া আম্বিয়া বেগম বলেন, ‘ধান তিন ভাগের দুই ভাগই চলে গেছে। এক ভাগ হয়তো পাওয়া যাবে।’
গত বুধ ও বৃহস্পতিবার সুনামগঞ্জের ৮টি উপজেলার বিভিন্ন হাওরে ঘুরে কৃষকদের সঙ্গে আলাপ করে এমন আফসোস আর হতাশার কথাই শোনা যায়। ফসলহানি নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন কেউ কেউ।
হাওরপ্রধান জেলা সুনামগঞ্জ। এই জেলার একমাত্র ফসল বোরো ধান। এই ধানের ওপর নির্ভরশীল এখানকার বেশির ভাগ মানুষের জীবন-জীবিকা। তবে এবার ঢলে হাওরে পানি ঢুকে তলিয়ে গেছে বিস্তীর্ণ অঞ্চলের ফসল। ঢলের আগে দীর্ঘ খরায় ব্লাস্ট রোগেও ফসলের ক্ষতি হয়েছে। এ ছাড়া কাশবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টিতেও ফসলহানি হয়েছে ব্যাপক। যেসব হাওরে ফসলের বেশি ক্ষতি হয়েছে, সেসব এলাকার কৃষকরা এখন চরম দুশ্চিন্তায়।
তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপপরিচালক বিমল চন্দ্র সোম জানিয়েছেন, ৬ হাজার হেক্টরের মতো ফসলের ক্ষতি হয়েছে। যা মোট ফসলের তুলনায় সামান্যই। হাওরের ৯০ শতাংশ ধান ইতোমধ্যে কেটে ফেলা হয়েছে বলেও জানান তিনি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুনামগঞ্জ কার্যালয় জানায়, এবার জেলায় ২ লাখ ২২ হাজার ৮০৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩ লাখ ৫০ হাজার ২২০ টন।
ধান নাই, ঈদও নাই
দুদিন পরই মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এবার ঈদ হচ্ছে বৈশাখ মাসে। বৈশাখ এমনিতেই হাওরবাসীর জন্য উৎসবের মাস। এ মাসে একমাত্র ফসল ঘরে ওঠে। তাই হাওরের ঘরে ঘরে থাকে আনন্দ। এবার বৈশাখ মাসেই ঈদ এসেছে। ফলে এবার হাওরে দ্বিগুণ আনন্দ হওয়ার কথা ছিল। কিন্তু এবার উল্টো চিত্র। উৎসবের মাসেই হাওর এলাকা এবার বিষাদময়।
শান্তিগঞ্জের গাইল্লার হাওরপাড়ের কৃষক হেলাল আহমদ নিউজবাংলাকে বলেন, ‘আমার ধান এখনও পানির নিচে রয়ে গেছে। ধান না পেলে কীভাবে ঈদ করব।’
আক্ষেপ করে বলেন, ‘ঈদে নতুন কাপড়ের জন্য বাচ্চারা কাঁদে। কিন্তু এইগুলা এড়িয়ে যাই। কিন্তু মনরে সান্ত্বনা দিতে পারি না।’
বিশ্বম্ভরপুর এলাকার কৃষক হারুন আহমদ বলেন, ‘ধান নিছে গি পানিয়ে, এখন ঈদ কিতার। জান বাঁচানিই দায়, ঈদ করতাম কিলা।’
বাড়ির শিশুরা নতুন কাপড়ের জন্য অপেক্ষায় আছে জানিয়ে এই এলাকার কৃষক সমসুল হক বলেন, ‘ধান নিছে পানিয়ে, ঈদ করমু কিলা? হুরুতা (ছেলে) আশা করে বসে আছে ধান উঠলে ঈদের কাপড় হবে, কিন্তু এবার তো ধানই নাই।’
এবার ‘ঈদ নাই’ উল্লেখ করে উজান তাহিরপুরের কৃষানি খোদেজা বেগম বলেন, ‘ধান নিছে গি, ইবার ঈদ নাই। কাপড় কিনা তো দূরে থাক, ঈদের দিন বাচ্চাদের বালা কুনতা (ভালো কিছু) খাওয়াইতে পারমু কি না এই চিন্তায় আছি।’
তাহিরপুরের উজ্জ্বলপুরের কৃষক মোছলেম উদ্দিন জানান, ঢলে ধান তলিয়ে যাওয়ার পর ঝড়ে তাদের ঘরও ভেঙে গেছে। ফলে খাওয়া ও থাকা নিয়েই দুশ্চিন্তায় তিনি।
নিউজবাংলাকে বলেন, ‘ভাত খাইতে পররাম না, ঈদ করতাম কিলা।’
এই গ্রামের আরেক তরুণ মো পাবেল বলেন, ‘ট্যাকা-পয়সা নাই। তাই ইবার ঈদে কাপড় কিনতে পারতাম নায়।’
জমেনি ঈদের কেনাকাটাও
তাহিরপুর বাজারের পোশাকের দোকান তাম্বির স্টোর। গিয়ে দেখা যায়, পুরো ফাঁকা দোকান, নেই কোনো ক্রেতা। দোকানে ক্রেতার অপেক্ষায় অলস বসে আছেন ব্যবসায়ী লুৎফুর রহমান। তিনি নিউজবাংলাকে বলেন, ‘এই ব্যবসা একেবারেই মন্দা। কোনো ক্রেতা নেই। ঈদের আমেজ তো নেই-ই, এমনকি স্বাভাবিক সময়ের চাইতেও মন্দা ব্যবসা। সারা দিনেও ২/৩ জন ক্রেতা আসে না।’
কেবল তাহিরপুরের এই দোকান নয়, পুরো হাওর এলাকার বাজারগুলো ঘুরেই দেখা গেছে এমন চিত্র। হাওরের ফসলহানির প্রভাব পড়েছে ঈদের বাজারেও। এবার জমেনি ঈদের কেনাকাটা। ফলে ব্যবসায়ীদের মাথায় হাত।
বিশ্বম্ভরপুর উপজেলার কারেন্টের বাজারের সাগর কালেকশন নামক ফ্যাশন হাউসের স্বত্বাধিকারী মোজাম্মেল হোসেন সাগর বলেন, ‘ঈদের মৌসুমেও ব্যবসা একেবারে মন্দা। ঈদের জন্য কিছু বাড়তি বিনিয়োগ করেছিলাম। পুরোটাই ধরা খেতে হলো।’
একই উপজেলার নতুন পাড়ার সোনিয়া গার্মেন্টসের ব্যবসায়ী আজাদ আহমদ বলেন, ‘মানুষ এখন ধান কাটা নিয়ে ব্যস্ত। কেনাকাটা করার মতো সময় নেই। তবু ধান ভালো হলে কিছু ব্যবসা হতো। কিন্তু ধান না হওয়ায় ব্যবসা একেবারেই জমেনি।’
দিরাই উপজেলার ধল বাজারে সড়কের পাশে বৃহস্পতিবার কাপড় নিয়ে বসেছিলেন ভ্রাম্যমাণ ব্যবসায়ী আজিজুর রহমান। তিনি বলেন, ‘বাজারে তো মানুষজনই নাই। ব্যবসা কই থেকে হবে। সব মানুষ হাওরে ব্যস্ত এখন।’
তবে ভিন্ন তথ্য জানিয়েছেন দিরাইয়ের সেন মার্কেটের সাথি ফ্যাশনের স্বত্বাধিকারী আব্দুল কাদের। তিনি বলেন, ‘প্রথম দিকে মন্দা থাকলেও শেষ দিকে এসে ব্যবসা মুটোমুটি জমেছে। ক্রেতারা আসেন।’
‘এইটা লেখো ভাই, বাঁধটা যেন আরেকটু মজবুত হয়’
হাওরে ফসলহানির জন্য বাঁধ নির্মাণে অনিয়ম ও গাফিলতিকেই দায়ী করেছেন তারা। একই সঙ্গে আগামীতে সঠিকভাবে বাঁধ নির্মাণের দাবি তাদের।
বুধবার ফসলহানি নিয়ে আলাপ করছিলেন দেখার হাওরের কৃষক আব্দুল মুহিদ। আলাপের শেষে তিনি বলেন, ‘অটাতা লেখিও ভাই, বানটা আরেকটু মজবুত অইতো’ (এইটা লেখো ভাই, বাঁধটা যেন আরেকটু মজবুত হয়)।
তাহিরপুরের শনির হাওরের কৃষক সৌরভ দাশ বলেন, ‘ঢল আর শিলাবৃষ্টিতে হাওরে ধানের ক্ষতি হয়েছে। যে জমিতে ২০ মণ ধান পাওয়ার কথা, সেখানে এখন ৫ মণের মতো পাব।’
কৃষক আব্দুল আলি বলেন, ‘ঢল আর শিলাবৃষ্টিতে ৭৫ ভাগ ধানই চলে গেছে। দুর্বল বাঁধের কারণে হাওরে পানি ঢুকে পড়ে।’
পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা নিউজবাংলাকে বলেন, ‘এবার দুই একটি বাঁধ ছাড়া কোনো বাঁধই ভাঙেনি। তবে অনেক বাঁধ উপচে হাওরে পানি প্রবেশ করেছে। এর সঙ্গে বাঁধ নির্মাণে অনিয়ম বা গাফিলতির কোনো সম্পর্ক নেই।’