বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘কালবৈশাখীতে হামার ঈদ আনন্দ উড়ে গেছে’

  •    
  • ৩০ এপ্রিল, ২০২২ ১৫:২৮

রবিউল ইসলাম বলেন, ‘হঠাৎ দমকা হাওয়ায় সব লণ্ডভণ্ড হয়ে গেছে। বেশির ভাগ মানুষের ঘরবাড়ি ভেঙে গেছে। আমাদের ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে। আমাদের সাহায্য করেন।’

‘কালবৈশাখীর ঝড়ে হামার ঈদ আনন্দ উড়ে চলি গেছে। হামরা এলা অসহায়। থাকার ঘর ভাঙি গেছে। ঘরের ভেতর পানি পড়ে সব খাবার নষ্ট হইয়ি গেছে। হামার আর কিছুই থাকলনি,’ বলেন দিনমজুর রুস্তম আলী।

ঠাকুরগাঁওয়ে শুক্রবার মধ্যরাতের ঘণ্টাব্যাপী কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের একজন তিনি।

বলেন, ‘টিনের খবর নাই। কোনদিকে উড়ে চলে গেছে জানি না। হামাক সাহায্য করেন।’

রুস্তমের মতো ক্ষতিগ্রস্ত ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের আকচা মুন্সিপাড়া গ্রামের রহমান আলী, মোহম্মদ আলী, মানিক ইসলাম, শরীফ হোসেন, দুলাল হোসেন, তোফাজ্জল ইসলামসহ অনেকে।

কারো ঘরের চাল উড়ে গেছে, কারো ঘরের মধ্যে গাছ উপড়ে ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ফসল।

সদরের আখানগর ইউনিয়নের রবিউল ইসলাম বলেন, ‘হঠাৎ দমকা হাওয়ায় সব লণ্ডভণ্ড হয়ে গেছে। বেশির ভাগ মানুষের ঘরবাড়ি ভেঙে গেছে। আমাদের ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে। আমাদের সাহায্য করেন।’

কৃষক হাসেম আলী জানান, তার তিন বিঘা ভুট্টার ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষয়ক্ষতির বিষয়ে জেলা বন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা সোহেল রানা বলেন, ‘একটু সময় লাগবে পুরো ক্ষয়ক্ষতির তথ্য জানাতে৷ আমরা তথ্য সংগ্রহ করছি।’

জেলা প্রশাসক মাহাবুব রহমান জানান, উপজেলা পর্যায়ে ক্ষতিগ্রস্তদের নামের তালিকা করা হচ্ছে। সরকারের তরফ থেকে যতদূর সম্ভব সহযোগিতা করা হবে।

এ বিভাগের আরো খবর