চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ রাঙ্গুনিয়া রেঞ্জের ফরেস্টার মো. মাসুম কবির বলেন, ‘খাবারের আশায় লোকালয়ে ছুটে এসে কাদায় আটকে পড়ে বুনো হাতিটি। বেলা পৌনে ১২টার দিকে হাতিটিকে উদ্ধার করে নিরাপদে বনে ছেড়ে দেয়া হয়। হাতিটি সুস্থ ছিল। শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন দেখতে পাইনি।’
অবশেষে দক্ষিণ বন বিভাগের সহায়তায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নের তলইভাঙ্গা বিল এলাকায় কাদামাটিতে আটকে থাকা হাতিটি নিরাপদে বনে ফিরেছে৷ পাহাড় থেকে নেমে একটি ফসলি জমির কাদামাটিতে শুক্রবার মধ্যরাতের কোনো একসময় আটকা পড়ে হাতিটি। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে হাতিটিকে উদ্ধার করা হয়।
এর আগে দীর্ঘক্ষণ কাদামাটিতে আটকে থাকার কারণে হাতিটি দুর্বল হয়ে পড়ে। সকাল সাড়ে ৮টার দিকে বন বিভাগের কর্মীরা এলে সুকৌশলে ক্রেন দিয়ে হাতিটিকে কাদামাটি থেকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ রাঙ্গুনিয়া রেঞ্জের ফরেস্টার মো. মাসুম কবির ।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘খাবারের আশায় লোকালয়ে ছুটে এসে কাদায় আটকে পড়ে বন্যহাতিটি। দুপুর পৌনে ১২টার দিকে হাতিটিকে উদ্ধার করে নিরাপদে বনে ছেড়ে দেয়া হয়। হাতিটি সুস্থ ছিল। শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন দেখতে পাইনি।’
কাদামাটিতে আটকে থাকা হাতিটি ফিরেছে বনে
এ বিভাগের আরো খবর/p>