আগামী সংসদ নির্বাচনে দলের নিশ্চিত জয় দেখছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
তিনি বলেছেন, এবারও যথা সময়ে দলের কাউন্সিল হবে। এতে দল আরও গতিশীল ও শক্তিশালী হবে। আর এ শক্তিতেই আওয়ামী লীগ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাবে।
কুষ্টিয়া ডিসিকোর্টে জেলা প্রশাসনের ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে শনিবার সকালে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, উন্নয়ন অগ্রগতি ও মানুষের ভাগ্য পরিবর্তনের ফলে দেশের ৮০ থেকে ৯০ শতাংশ মানুষ শেখ হাসিনার পক্ষে রয়েছে। সুতরাং এই দলের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের হুমকি দিয়ে কোনো লাভ হবে না। আর আন্দোলনের নামে কোনো নাশকতা হলে তা কঠোরভাবে দমন করা হবে।
তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে হানিফ বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার কোনো সাংবিধানিক ব্যবস্থা নয়, এটা গণতান্ত্রিক পদ্ধতিরও কোনো অংশ নয়। এটা আনতে হয়েছিল শুধু বিএনপির মতো অগণতান্ত্রিক দল ক্ষমতা হস্তান্তরে অনীহা প্রকাশের কারণে।
‘তবে এর রূপরেখায় উল্লেখ ছিল পরপর তিনবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। সেটা হয়েছে। চুক্তি অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে। উচ্চ আদালতও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ বলেছে। এটা নিয়ে কথা বলা যুক্তিযুক্ত নয়।’
ঈদসামগ্রী বিতরণের সময় জেলা প্রশাসক সাইদুল ইসলাম, পুলিশ সুপার খায়রুল আলম উপস্থিত ছিলেন। দুই শতাধিক নিম্ন আয়ের মানুষকে ঈদসামগ্রী দেয়া হয়।