হাসাড়া হাইওয়ে পুলিশের এসআই জহির জানান, স্বাধীন এক্সপ্রেসওয়ে নামের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় পিকআপ ভ্যানে থাকা তুষার ঘটনাস্থলেই মারা যান। এ সময় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে বাসের ধাক্কায় পিকআপ ভ্যানের এক আরোহী নিহত হয়েছেন।
উপজেলার চালতিপাড়া নামক এলাকায় শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৪৫ বছরের তুষার রাজবংশী পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন হাসাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জহির আহমেদ।
তিনি জানান, স্বাধীন এক্সপ্রেসওয়ে নামের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় পিকআপ ভ্যানে থাকা তুষার ঘটনাস্থলেই মারা যান। এ সময় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আরও দুইজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এসআই জহির আরও জানান, ঘটনার পর থেকে বাস চালক পলাতক। পিকআপ ভ্যান ও বাসটি হাইওয়ে থেকে সরিয়ে নেয়া হয়েছে। সড়ক যোগাযোগ সচল রয়েছে।