চট্টগ্রামের হাটহাজারীতে বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ এক যাত্রী নিহত হয়েছেন।
উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মনিয়া পুকুর পাড় এলাকায় শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ হতাহতের ঘটনা ঘটে।
নাজিরহাট হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. ওমর ফারুক নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত যাত্রী হাটহাজারী সরকার হাটের বালুখালী এলাকার মাছ ব্যবসায়ী মিকাশ বড়ুয়া। তাৎক্ষণিক নিহত চালকের নাম জানা যায়নি। তবে তিনি ফটিকছড়ির নাজিরহাটে ভাড়া বাসায় থাকতেন। রংপুর উপজেলার এই বাসিন্দার পুরো পরিচয় পাওয়া না গেলেও স্থানীয়ভাবে তিনি ‘মেইজ্জান্নে’ বলে পরিচিত ছিলেন বলে জানতে পেরেছে পুলিশ।
স্থানীয়দের বরাতে পরিদর্শক ওমর ফারুক জানান, সকাল ৬টার দিকে শহরের দিক থেকে উল্টোপথে বেপরোয়া গতিতে বাসটি আসছিল। হাটহাজারীর মুনিয়া পুকুর পাড় এলাকায় এলে ঠিক পথে আসা একটি অটোরিকশাকে পিষে দেয় বাসটি।
এতে দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই মারা যান চালকসহ ওই যাত্রী।
তিনি বলেন, ‘বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন। মরদেহগুলো আপাতত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’