বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গুলশানে প্রথম জানাজা হলো মুহিতের

  •    
  • ৩০ এপ্রিল, ২০২২ ১১:০২

রাজধানীর গুলশানের আজাদ মসজিদে বেলা পৌনে ১১টার দিকে মুহিতের প্রথম জানাজা হয়। গুলশান থেকে সাবেক অর্থমন্ত্রীর মরদেহ নেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা হয়েছে।

রাজধানীর গুলশানের আজাদ মসজিদে শনিবার বেলা পৌনে ১১টার দিকে তার জানাজা হয়।

গুলশান থেকে সাবেক অর্থমন্ত্রীর মরদেহ নেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে।

শহীদ মিনার থেকে মুহিতের মরদেহ নিয়ে যাওয়া হবে সিলেটে।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শুক্রবার রাত ১টার দিকে মৃত্যু হয় আবুল মাল আবদুল মুহিতের। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

মুহিতের ব্যক্তিগত সহকারী কিশোর ভট্টাচার্য জনি এ তথ্য নিশ্চিত করেন।

লিভার ক্যানসারে ভুগছিলেন আবুল মাল আবদুল মুহিত। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ছাড়াও অনেকে মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

এ বিভাগের আরো খবর