বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উত্তরের ঈদযাত্রায় স্বস্তি

  •    
  • ৩০ এপ্রিল, ২০২২ ১০:৩৬

ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) এশরাজুল হক বলেন, ‘মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ আরও বেড়েছে। তবে কোথাও কোনো জট নেই।’

ঈদ উপলক্ষে প্রথম দফায় গার্মেন্টস ছুটি হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজটের আশঙ্কা করা হলেও যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাস থেকে কালিহাতী উপজেলার এলেঙ্গা বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কের গোলচত্বর এলাকা পর্যন্ত ঘুরে শনিবার সকালে কোথাও যানজট দেখা যায়নি।

তবে যানবাহনের চাপ ছিল আগের দিনের তুলনায় অনেক বেশি।

ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) এশরাজুল হক নিউজবাংলাকে বলেন, ‘মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেতুতে ৪২ হাজার ২৬টি গাড়ি পারাপার করেছে। এ থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৮ লাখ টাকা। তবে কোথাও কোনো জট নেই। মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে।’

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কেও যানবাহনের চাপ আছে তবে যানজট নেই।

এ মহাসড়কে শনিবার ভোর থেকেই স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।

ঢাকা থেকে রাজশাহীগামী বাসযাত্রী সিদ্দিকুর রহমার বলেন, ‘ঈদে প্রতি বছর বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে আমাদের ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে থাকতে হতো। কিন্তু এ বছর এ মহাসড়কে কোনো যানজট নেই। এতে আমরা পরিবার নিয়ে সঠিক সময়ে বাড়ি পৌঁছাতে পারব।’

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম জানান, শনিবার ভোর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। এতে মহাসড়কে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে।

তিনি আরও বলেন, ‘যানজটের হটস্পট ছিল ত্রুটিপূর্ণ নলকা সেতু। নলকা সেতুর কারণে প্রায়ই উত্তরবঙ্গগামী যাত্রীদের যানজটে দুর্ভোগ পোহাতে হতো। কিন্তু এবার নলকা সেতুর পাশেই নতুন একটি সেতুর একটি লেন খুলে দেয়ায় নতুন সেতু দিয়ে উত্তরবঙ্গগামী ও পুরোনো সেতু দিয়ে ঢাকাগামী যানবাহন চলাচল করছে। এতে সব যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করছে।’

এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সিরাজগঞ্জের মহাসড়কে প্রায় ৬০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক কাজ করছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর