খুলনার রূপসায় ট্রাকের চাপায় এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।
উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর ব্রিজের কাছে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ২৭ বছর বয়সী ফিরোজ আহম্মেদ যশোর জেলার ঝিকগরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের খন্দকার মফিজুর রহমানের ছেলে। তিনি বেসরকারি সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনে (আরআরএফ) কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাতে ওসি মোশাররফ জানান, ফিরোজ আহম্মেদ মোটরসাইকেলে করে রূপসার কাজদিয়া থেকে ঘাটভোগের দিকে যাচ্ছিলেন। এসময় একই দিকে কয়লাবোঝাই একটি ট্রাক যাচ্ছিল। ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর ব্রিজের কাছে এলে ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি বলেন, ‘পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গেছে। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ’
এছাড়া নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।