বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজধানীতে বৃষ্টি দুই-এক দিনের মধ্যে

  •    
  • ২৯ এপ্রিল, ২০২২ ১২:২১

ঘরে-বাইরে গরমে যখন নাকাল রাজধানীবাসী, তখন আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দুই-এক দিনের মধ্যেই স্বস্তির বৃষ্টি হতে পারে ঢাকায়।

মৃদু তাপপ্রবাহে রাজধানীর বিভিন্ন এলাকার বাসাগুলো যেন ফুটন্ত কড়াই। সে কড়াইয়ে নগরবাসীর মস্তিষ্ক করছে টগবগ।

বাসা থেকে বের হলে সড়ক কিংবা গণপরিবহনের অবস্থা জ্বলন্ত উনুনের মতো। কিছু ব্যতিক্রম বাদে বেশিরভাগ এলাকায় পর্যাপ্ত গাছপালা না থাকায় পুড়তে হচ্ছে সে উনুনে।

ঘরে-বাইরে রাজধানীবাসীর এমন পরিস্থিতি গত কয়েক দিন ধরে। এ থেকে পরিত্রাণ পেতে আকাশের রূপ আর আবহাওয়া অধিদপ্তরের বার্তায় নজর রাখছেন অনেকে। এর মধ্যে শেষেরটি দিয়েছে সুখবর।

আবহাওয়া অধিদপ্তরের আভাস, আগামী দুই-এক দিনের মধ্যেই স্বস্তির বৃষ্টি দেখতে পারে ঢাকাবাসী।

অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান নিউজবাংলাকে জানিয়েছেন, দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, সেটি আরও দুই দিন অব্যাহত থাকতে পারে।

রাজধানীতে বৃষ্টি নিয়ে তিনি বলেন, দুই-এক দিনের মধ্যে বৃষ্টি হতে পারে ঢাকায়।

২৪ ঘণ্টার পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বৃষ্টিপাতের সম্ভাবনা নিয়ে পূর্বাভাসে বলা হয়, কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহ নিয়ে পূর্বাভাসে উল্লেখ করা হয়, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, চাঁদপুর, মৌলভীবাজার, রাজশাহী, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

এ বিভাগের আরো খবর