চট্টগ্রামের আনোয়ারার তৈলারদ্বীপের ৯ বছরের নুসরাত জাহান ইভা ১০ টাকা নিয়ে মায়ের সঙ্গে এসেছে অস্থায়ী এসি মার্কেটে।
স্টলে সাজানো একটি গোলাপি জামায় ইভার চোখ। মার্কেটের স্বেচ্ছাসেবকরা জিজ্ঞেস করতেই জামাটি কেনার আগ্রহের কথা জানায়।
ইভা নিউজবাংলাকে বলে, ‘বাবা অসুস্থ। ঈদের জামাও কিনি নাই। মায়ের সঙ্গে এখানে এসে ১ টাকায় একটা জামা আর আরেক টাকায় এক জোড়া জুতা কিনছি। ঈদে আমি নতুন জামা পরতে পারব। আমি অনেক খুশি।’
তার মতো আরও শতাধিক শিশু এখানে এসেছে ঈদের কেনাকাটা করতে। এই মার্কেটে ১ টাকায় মিলছে জামা, জুতা, সেমাই, চিনি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সব পণ্য। সুশৃঙ্খলভাবে ঘুরে ঘুরে মানুষ সেসব কিনছে।
বিদ্যানন্দ ফাউন্ডেশন ও চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত ১ হাজার মানুষের জন্য এই মার্কেট চালু করা হয়েছে।
সিএমপির কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এই মার্কেট উদ্বোধন করেন। শুক্রবার পর্যন্ত এখান থেকে ঈদের কেনাকাটা করা যাবে।
এই মার্কেটে আসার জন্য চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে ফ্রি বাস সার্ভিসও চালু করেছে বিদ্যানন্দ।
- আরও পড়ুন: ১ টাকায় চাল, ২ টাকায় ডাল, ৬ টাকায় তেল
বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মোহাম্মদ জামাল উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘দুই দিনের এ আয়োজনের প্রথম দিনে ৬০০ মানুষ অংশ নিয়েছেন। প্রতিটা পরিবার পাচ্ছেন ১ টাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ। অসহায় ও সুবিধাবঞ্চিতরাও যেন বিত্তবানদের মতো শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে ঈদের কেনাকাটা করতে পারে তাই এ আয়োজন।’
স্টলগুলোতে বিদ্যানন্দের স্বেচ্ছাসেবক হিসেবে পণ্য বিক্রি করছেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের দেশি-বিদেশি শিক্ষার্থী।
আফগানিস্তান থেকে এখানে পড়তে আসা স্বেচ্ছাসেবক তাইবা সাদাত বলেন, ‘নিজ দেশেও এমন আয়োজনে যুক্ত হতাম। রমজান মাস আমাদের মানবিক হওয়ার শিক্ষা দেয়। সবার উচিত ঈদের আনন্দ ভাগাভাগি করা। গরিব মানুষগুলোর ঈদের আনন্দে যুক্ত হতে পেরে খুবই ভালো লাগছে।’
বৃহস্পতিবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সানা শামিমুর রহমান, শামসুল আলম, হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান চৌধুরী ও ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম।