ঈদযাত্রাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা থাকলেও স্বস্তিতে নাড়ির টানে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ।
বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত থেকে কালিহাতীর পৌলি পর্যন্ত এলাকায় শুক্রবার ভোর থেকে কিছু সময়ের জন্য যানবাহনের ধীরগতি দেখা যায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ আরও বাড়লে যানজট হওয়ার আশঙ্কা আছে।
মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলি ও এলেঙ্গাসহ বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়কের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।
এ বিষয়ে ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) এশরাজুল হক বলেন, ‘গতকালের চেয়ে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়েছে। তবে কোথাও কোনো জট নেই। পুলিশ সড়কে গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করছে।’