বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৫ ঘণ্টা পুড়িয়ে থামল চৌমুহনীর মার্কেটের আগুন

  •    
  • ২৯ এপ্রিল, ২০২২ ০৯:১৭

প্রত্যক্ষদর্শী মোহতাসিম বিল্লাহ সবুজ জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বাজারের ব্যবসায়ীরা যখন ইফতার নিয়ে ব্যস্ত তখন রেলগেটের স্টেশন মার্কেটের একটি দোকানে আগুন লাগে। দ্রুত তা চারদিকে ছড়িয়ে পড়ে।

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে মার্কেটে লাগা আগুন পাঁচ ঘণ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

নয় ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে চৌমুহনী বাজারের ব্যাংক রোডের দুটি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আসে।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন মজুমদার নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী মোহতাসিম বিল্লাহ সবুজ জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বাজারের ব্যবসায়ীরা যখন ইফতার নিয়ে ব্যস্ত তখন রেলগেটের স্টেশন মার্কেটের একটি দোকানে আগুন লাগে। দ্রুত তা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে স্টেশন মার্কেট ও ইসলাম মার্কেটের জুতা, কাপড়, হার্ডওয়্যার, বই, প্লাস্টিক, গ্যাস সিলিন্ডারের দোকান ও ফার্মেসি পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানান, মাইজদী, চাটখিল, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ, ফেনী ও লক্ষ্মীপুর থেকে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এসে রাত ১১টার দিকে বাজারের আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই জানানো সম্ভব নয়। পরে বিস্তারিত জানানো হবে।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার জানান, পুড়ে ও আঘাত পেয়ে আহত ১২ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মার্কেটে আগুন লাগার খবরে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে নিউজবাংলাকে জানান বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি।

তিনি জানান, চৌমুহনীর হোসেন মার্কেটে মোহাম্মদ রিংকু নামের ৪৫ বছর বয়সী ওই ব্যবসায়ীর দোকান আছে। আগুন লাগার খবরে ছুটে আসার সময় তার মৃত্যু হয়। তবে আগুনে তার দোকান বা ওই মার্কেট ক্ষতিগ্রস্ত হয়নি।

আগুনের পর মার্কেট পরিদর্শনে যান স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার শহীদুল ইসলাম, চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্লাহ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুন নাহার।

এ বিভাগের আরো খবর