নারায়ণগঞ্জের ফতুল্লায় এক গৃহশিক্ষকের করা ধর্ষণ মামলায় ছাত্রীর বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফতুল্লার লালপুর পৌষার পুকুরপাড় এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে আলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
৩৪ বছর বয়সী আলালের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার নয়ানগরে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে পৌষার পুকুরপাড় এলাকায় ভাড়া থাকতেন।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক তরিকুল ইসলাম বৃহস্পতিবার রাত ১২টার দিকে নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, ২০ বছর বয়সী ওই নারী স্থানীয় একটি কলেজে স্নাতকে পড়েন। পড়ালেখার পাশাপাশি তিনি আলালের মেয়েকে বাড়ি গিয়ে পড়াতেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি প্রতিদিনের মতো পড়াতে যান।
সে সময় আলাল জানান, তার স্ত্রী পোশাক কারখানা থেকে ফেরেননি এবং মেয়ে নানির বাড়িতে গেছে। মেয়েকে ডেকে আনার কথা বলে দরজা লাগিয়ে দেন এবং ওই গৃহশিক্ষককে ধর্ষণ করেন।
পরিদর্শক তরিকুল জানান, বৃহস্পতিবার সকালে ওই নারী ধর্ষণ মামলা করেন। এরপর আলালকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতে তোলা হবে।